1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুয়াকাটায় আ.লীগের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম হিট অফিসার বুশরাকে পিতা আতিক মাসে বেতন দিত ৮ লাখ টাকা রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন গঠন গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ বলে আখ্যা দিলেন বেরোবি শিক্ষক  কলাপাড়ায় নানা ধর্মীয় আচারের মধ্যে দিয় শুরু হয়েছে প্রবারণা উৎসব জুলাই-আগস্ট গণহত্যা বিচার কার্যক্রম শুরু আজ মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে গুলি করে যুবক হত্যা বছরের শেষ চন্দ্রগ্রহণ কাল বাতিল হচ্ছে শেখ হাসিনা পরিবারের জন্ম ও মৃত্যু সহ ৮ দিবস এইচ এসসি পরীক্ষায় সাংবাদিক কন্যা ইসরাত জাহান পুস্প এ প্লাস কিশোরগঞ্জে এপির গুনগতমান ও পর্যালোচনা বিষয়ক কর্মশালা 

কুয়াকাটায় আ.লীগের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন

জাহিদুল ইসলাম জাহিদ 
  • প্রকাশ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

 23 বার পঠিত


কুয়াকাটা পৌর যুবদল নেতা নজির আকন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে  সংবাদ সম্মেলন করেছেন।  বুধবার  (১৬ অক্টোবর) বেলা ১০ টায় কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় কুয়াকাটা  পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নজির আকনের পক্ষে তার ভাইয়ের ছেলে জহিরুল ইসলাম লিখিত বক্তব্যে পাঠ করে বলেন, আমি মোঃ নজির আকন। আমি কুয়াকাটা পৌর যুবদলের সদস্য হিসেবে সক্রিয় রাজনীতি করছি। 

আপনারা জানেন যে, গত ১৫/১০/২০২৪ খ্রিঃ তারিখ অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট, বিডি ক্রাইম ও আঞ্চলি দৈনিক মতবাদ প্রত্রিকায় আমাকে জড়িয়ে ভিন্ন ভিন্ন শিরোনামে একটি সংবাদ প্রকাশির হচ্ছে। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদের উপস্থাপিত তথ্যের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। এমনকি আমার অনুসারি কেউ জড়িত নেই। সংবাদে উল্লেখিত বসত ঘরে হামলা, চাদা দাবী ও মারধরের যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। প্রকৃতপক্ষে স্থানীয়ভাবে কোন বসত বাড়িতে হামলা, ভাংচুর ও কাউকে মাঃষয়ের মতো ঘটনা ঘটেনি। বিষয়টি স্থানীয় গণ্যমান্য, পৌর বিএনপি’র নেতারা অবগত আছেন। আমার বিরুদ্ধে কোথাও কোন অভিযোগ নেই। তার পরও একটি কুচক্রিমহল সংবাদ কর্মীদের ভুল বা বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে আমার বিরুদ্ধে সাংবাদ পরিবেশন করিয়েছেন। আমি উক্ত সংবাদে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আমার বিরুদ্ধে বক্তব্য প্রদানকারী সাদ্দাম শিকদার ও তার বড় ভাই আউয়াল শিকদার এলাকার চিহ্নিত ভূমিদস্যু। তাদের প্রতিষ্ঠিত সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম শিকদার ও তার ভাই আউয়াল শিকদার আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছসেবক লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তারা বিগত পনের বছর আওয়ামী লীগের ক্ষমতা অপব্যবহার করে এবং মহিপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের এর সাথে সখ্যতা পুজি করে এলাকার সাধারণ মানুষের হয়রানি করে আসছিলো। অসহায় ও গরীব শ্রেণীর মানুষের সম্পত্তি ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন কোম্পানীর নিকট নাম মাত্র মূল্যে বিক্রি করতে বাধ্য করে কোটি কোটি টাকা আত্যসাৎ করেছেন। তারা অবৈধ ক্ষমতার দাপটে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। এমনকি সরকারি খাল থেকে বালু বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা আয় করেছেন। তাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ ছিলো। অদৃশ্য শক্তির ক্ষমতার ভয়ে মানুষ মুখ খুলতে পারেনি। আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলায় চক্রটি আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেছেন। আপনারা সরেজমিনে গিয়ে অনুসন্ধান করলে প্রকৃত তথ্য বের করতে পারবেন বলে আমি বিশ্বাস করি।

প্রসঙ্গত: গত ১৫-১০-২৪ খ্রিঃ নজির আকনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন শিরোনামে কয়েকটি অনলাইন পোর্টাল  ও আঞ্চলিক পত্রিকায় নিউজ প্রকাশিত হয়।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park