276 বার পঠিত
তিনি জেলার রাজারহাট উপজেলার ফরকেরহাট এলাকার বালাকান্দি গ্রামের মাহবুব হোসেন কুটিয়াল এর পুত্র তৌফিক আহমেদ।
তিনি Middle East technical University of Ankara, Turkey থেকে স্নাতক ও স্নাতকোত্তরে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি German Technical University of Munich এ Ph.d অধ্যয়নরত এবং German Aerospace Centre এ প্রথম বাঙালি বিজ্ঞানী হিসেবে কাজ করছে। এছাড়াও Artificial Intelligence ব্যবহার করে একদল বিজ্ঞানীর সাথে Aeroplane , Rocket & Satellite এর বিভিন্ন Design প্রণয়নের কাজ করছে যেটি সফল হলে ১০ জন বিজ্ঞানীর ছয় মাসের কাজ মাত্র ১ ঘন্টায় সম্পন্ন করা সম্ভব হবে। কুড়িগ্রাম জেলার সন্তান হিসেবে তার সাফল্যে কুড়িগ্রামবাসী গর্বিত ও আনন্দিত।