নীলফামারীর কিশোরগঞ্জে পারিবারিক কলহে দেবরের ছোড়া এসিডে দগ্ধ হয়ে মেরিনা বেগম নামে এক গৃহবধূ রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রোববার দুপুরে ভিকটিম বাদি হয়ে তার দেবর আব্দুল ওয়াদুদসহ ২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। অভিযুক্ত দেবর সদর ইউনিয়নের কামারপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
ঘটনার শিকার ওই গৃহবধূ মাজেদুল ইসলাম ওরফে আব্দুল মাজেদের স্ত্রী। অভিযোগে জানা যায়, উঠানের পাশের দোকানে খিলি পান খেয়ে শনিবার দুপুরে ওই গৃহবধূ বাড়ি ঢুকছিলেন।
এ সময় পারিবারিক কলহের জেরে ওয়াদুদ তার শরীরে এসিড নিক্ষেপ করেন। এতে চোখ চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি করেন। স্থানীয়রা এসে তার শরীরে দাহ্য পদাথের উপস্থিতি বুঝতে পেরে পানি ডালেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এসিড দগ্ধ হওয়ার বিষয়টি জানান। ডান হাত, পাজর ও চোখ ক্ষতিগ্রস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল এ ঘটনায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT