1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
কিশোরগঞ্জ স্কুল মাঠে নির্মাণসামগ্রী পোড়ানোর গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম শাহজাহান ওমরকে কারাগারে প্রেরণ, আদালত প্রাঙ্গনে জুতা-ডিম নিক্ষেপ সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর গ্রেফতার বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  বিএনপির সভাপতির আমন্ত্রণে আমুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় অতিথি! নতুন আইজিপি বাহারুল,ডিএমপি কমিশনার সাজ্জাত রাজাপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত  গলাচিপায় অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ,নিয়োগের ১বছর ১০ মাস পর যোগদান,এলাকায় উত্তেজনা জুলাই গণহত্যার সুপ্রিম কর্মকর্তা ছিলেন সাবেক পুলিশপ্রধান অটো রিক্সার বেপরোয়া গতি কেড়ে নিলো জাবি শিক্ষার্থীর প্রাণ প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা

কিশোরগঞ্জ স্কুল মাঠে নির্মাণসামগ্রী পোড়ানোর গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

আনোয়ার হোসেন
  • প্রকাশ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

 88 বার পঠিত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি ময়দান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে রাস্তা নির্মাণের উপকরণ ফেলায় সপ্তাহকাল ধরে মাঠে খেলাধুলা করতে পারছে না কোমলমতি শিক্ষার্থীরা।এছাড়াও মালামাল পরিবহনের গাড়িসহ মিক্সার মেশিনের বিকট শব্দে পাঠদান ব্যাহত হচ্ছে।পাশাপাশি  বিটুমিন গলানোর  জন্য সেখানে স্থাপন করা হয়েছে চুলা।

বিটুমিন গলানোর কাজে ব্যবহৃত হচ্ছে স্যান্ডেল।এসময় স্যান্ডেল পোড়ানোর কালো ধোঁয়া ও নির্মাণ সামগ্রীর ধূলো-বালিতে সেখানকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।ফলে নির্মাণসামগ্রী ধূলোবালি,পোড়ানোর কালো ধোঁয়া ও গন্ধে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।

এতে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে।প্রকৌশল দফতর থেকে জানা গেছে, এ কাজ আরো এক সপ্তাহ চলমান থাকবে।জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরে বাহাগিলী ইউনিয়নে উত্তর দুরাকুটি গ্রামের ময়দান পাড়া থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ২ হাজার ৩০০ মিটার পাকা রাস্তা সংস্কারের জন্য ঠাকুরগাঁও জেলার ঠিকাদার মোকছেদুল ইসলামকে কার্যাদেশ দেয়া হয়।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা সংস্কারের সব উপকরণ ময়দান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেলে ভরাট করে রেখেছে।আর ২ থেকে ৩ জন শিক্ষার্থী ক্লাসে না বসে মাঠে এদিক সেদিক ঘোরাঘুরি করছে।তাদের মধ্যে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোছাম্মাৎ মোবাশ্বিরি আক্তার সাংবাদিকদের বলেন, বিদ্যালয়ে এসে ঘোরাঘুরি ছাড়া কী করব।

মাঠে খেলার জায়গা নেই। মেশিনের শব্দে শিক্ষকরা ক্লাসে ঠিকমত পাঠদান করতে পারছেনা। স্যান্ডেল পোড়া গন্ধে তো থাকাই যাচ্ছে না।প্রকল্প এলাকার বাসিন্দা তাইজুল ইসলাম, নুর মোহাম্মদ পাশা মিয়াসহ আরো অনেকে অভিযোগ করে বলেন,ঠিকাদারের লোকজন প্রধান শিক্ষকের সাথে যোগসাজোস করে মোটা অর্থ বিনিময় করে।এতে ঠিকাদার মাঠে নির্মাণসামগ্রী ফেলার অনুমতি পেয়েছে।

শিক্ষার্থীদের পড়ালেখা গোল্লায় যাক তা কে দেখবে। সপ্তাহ ধরে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না। আবার আগামী এক সপ্তাহ মিস্কার মেশিনের শব্দে পাঠদান চরমভাবে বিঘ্নিত হচ্ছ।প্রধান শিক্ষক এইচ এম আনোয়ারুল ইসলাম অর্থের বিনিময়ে মাঠ দেয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, ঠিকাদার আমাকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ স্কুল মাঠে নির্মাণসামগ্রী ফেলেছে।বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদৌল্লা লিপটন জানান, ঠিকাদারকে আমরা ফাঁকা জমিতে নির্মাণসামগ্রী ফেলার জন্য বলেছিলাম।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park