64 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে চাড়ালকাটা নদীর স্তূপকৃত বালু পাচারের দায়ে ৪ বালু কারবরির ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার ভূমি মঈন খান এলিছ সোমবার রাতে ৩ জনের ও এর আগের দিন ১জনের এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিতরা হলেন, পানিয়াল পুকুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে লাল মিয়া, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে মজিদুল ইসলাম, পুটিমারীর কোবাদ আলীর ছেলে আশরাফ আলী ও বাহাগিলি সন্নাসী পাড়ার যুগল রায়ের ছেলে ধনেশ^র রায়। কিশোরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।