101 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে মাধমিক পর্যায়ের ১০জন শিক্ষক ও ৭জন কর্মচারীর অবসর ও মরনোত্তর বিদায় সংবর্ধনা শনিবার বিকালে কিশোরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন।
সম্মাননা স্মারক ও ফুল দিয়ে বিদায়ী শিক্ষক-কর্মচারীদেরকে সংবর্ধনা দেন। শিক্ষক সমিতির সভাপতি গোলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম (সিদ্দিক)।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা রেজাউল আলম স্বপন, রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, কালিকাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেদওয়ানুর রহমান, বড়ভিটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহির উদ্দিন বসুনিয়া ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম প্রমূখ।
সংবর্ধিত শিক্ষকরা হলেন, মেলাবর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক তৈমুর রহমান চৌধুরী, কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, শরীফাবাদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান খান, মেলাবর দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কনক কুমার রায়, গনেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবর রহমান, গাড়াগ্রাম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া খান ও প্রদীপ চন্দ্র সরকার, দক্ষিণ সোনাকুঁড়ি বারিকা উচ্চ বিদ্যালয়ের নুরে আলম সিদ্দিকী (মরনোত্তর), খামার গাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের আব্দুল মান্নান (মরনোত্তর) সিঙ্গেরগাড়ি উচ্চ বিদ্যালয়ের সেরমত আলী (মরনোত্তর)।
সংবর্ধিত কর্মচারীগণ হলেন, মেলাবর বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী প্রিয়নাথ রায় (মরনোত্তর), কালিকাপুর স্কুল এন্ড কলেজের কর্মচারী আব্দুল মজিদ ও আবু সাঈদ, নিতাই উচ্চ বিদ্যালয়ের আশরাফ আলী, শরীফাবাদ স্কুল এন্ড কলেজের ইব্রাহীম আলী ও খোরশেদ আলম, খামার গাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের আদাবুল ইসলাম (মরনোত্তর)