নীলফামারীর কিশোরগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।এরই অংশ হিসেবে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুরকে স্বাস্থ্য সম্মত ও পরিচ্ছন্ন গ্রাম গঠনের লক্ষে ওয়ার্ল্ড ভিশন( wv)এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সহযোগিতায় ইউনিভার্সাল ওয়াশ কভারেজ পরিকল্পনা তৈরি করণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯মার্চ) সকালে কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে পানিয়াল পুকুর এম এম ক্যাডেট একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।এতে নিতাই পিএফএ-০৩ এর আওতায় ৫টি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক,ইউপি সদস্য,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি,শিশু ও যুব ফোরামের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ অংশগ্রহন করেন।স্বাস্থ্য সম্মত ও পরিচ্ছন্ন গ্রাম গঠনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন এপি’র প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ।এসময় স্বাস্থ্য সম্মত গ্রাম গঠনের কাঠামো হিসেবে স্ব-স্ব পরিবারে আর্সিনিক মুক্ত ও নিরাপদ পানি সরবরাহে প্লাটফর্ম যুক্ত টিউবওয়েল স্থাপন,স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ও হাত ধোয়া স্টেশন স্থাপন,খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়া,ময়লা আর্বজনা নির্দিষ্ট জায়গায় ফেলা,বাড়ির আনাচে- কানাচে সবজি ও ফলের বাগান চাষাবাদের মাধ্যমে পরিবারের পুষ্টিহীনতা দূরীকরণ,প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করণ,বাল্যবিবাহ ও শিশুনির্যাতন প্রতিরোধসহ উল্লেখিত বিষয় গুলো তুলে ধরে কর্মপরিকল্পনা তৈরি ও তা আগামি ১বছরের মাথায় বাস্তবায়নে উপস্থিত ব্যক্তিবর্গ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।