137 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে স্বাস্থ্য-পুষ্টি এবং ওয়াসের উপর কমিউনিটির ফ্যাসিলিটের জন্য ২দিনের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৫থেকে ৬ ডিসেম্বর(মঙ্গল ও বুধবার)কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে সংস্থাটির ৫টি কর্ম এলাকার ৬ইউনিয়নের ৩৬জন ফ্যাসিলিটর অংশগ্রহন করেন।এ প্রশিক্ষণে স্বাস্থ্য-পুষ্ট এবং ওয়াসের বাংলাদেশের সামগ্রীক অবস্থা।খাদ্য ও পুষ্টির মৌলিক ধারনা। শূন্য থেকে ২৩মাস বয়স পর্যন্ত শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর উপকারিতা।টিকাদান কর্মসুচী।কিশোরীদের বয়ঃসন্ধি কালিন স্বাস্থ্য ব্যবস্থা।
নিরাপদ মাতৃত্ব বিষয়ক ও সিভিএ সম্পর্কে আলোচনা। স্বাস্থ্য সম্মত ও পরিস্কার-পরিছন্ন গ্রাম গঠনের কৌশল সমুহের শিখন। মা ও কিশোরীদের মধ্যে পুষ্টি বিষয়ক সচেতনতা আনয়ন করা। অপুষ্টিজনিত মা ও শিশুদের পুষ্টিমান বৃদ্ধি ও গর্ভবতী মা,দুগ্ধদানকারী মাকে পুষ্টি বিষয়ে সচেতন করা।
অপুষ্টিজনিত শিশুকে পিডি-হার্থ (পুষ্টি)কার্যক্রমের মাধ্যমে পুষ্ট করা,জিএমপিসহ উল্লেখিত বিষয়ের উপর পৃথক পৃথকভাবে মৌলিক প্রশিক্ষণ প্রদান করেন,এপি ম্যানেজার পিকিংচাম্বুগং,ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট শোভা তালফা,প্রোগ্রাম অফিসা স্বপন কিসপট্টা,জন কেনেডি ক্রুশ,জুফিরাজ দোলন কুবি,সহকারি প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।সংস্থাটি জানায়, মাঠ পর্যায়ে কাজ করা ফ্যাসিলিটরদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।