199 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>গ্রীষ্মের বিদায়ী বেলায় দৃষ্টিনন্দন সোনালুর ফুলে ফুলে সেজে ওঠেছে নীলফামারীর কিশোরগঞ্জের প্রকৃতি।হলুদের আভায় গাছের প্রতিটি শাখা -প্রশাখার পুষ্পমঞ্জুরিতে মোহনীয় রুপে থোকায় থোকায় দুলছে এ ফুল।
যেন কিশোরীর খোপার অলংকারের ন্যায় শোভা পাচ্ছে প্রকৃতির কানেও। এতে সবুজ প্রকৃতিতে ভিন্নমাত্রায় সোনা ঝরা হলুদের আভায় এনে দিচ্ছে শিল্পের দ্যোতনা।ছবিটি সংগ্রহ করা হয় উপজেলার পুটিমারী কাচারী পাড়া নুরু সেনেটারী কারখানার চত্বর থেকে।
সেখানে দেখা যায়,প্রকৃতির অবলীলায় ফোটা এ ফুলের রূপে দু চোখ জুড়িয়ে যায়।প্রাকৃতিক ভাবে জন্ম নিয়ে অযন্ত ও অবহেলায় বেড়ে ওঠা এ বৃক্ষ অনেকটাই উজারের পথে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষাসহ প্রকৃতিকে সাজাতে এ বৃক্ষ রোপণে সকলকে এগিয়ে আসা দরকার।