1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
কিশোরগঞ্জে সোনালি ধানের হাসিতে মাতোয়ারা কৃষক-বাম্পার ফলনের আশা - দৈনিক দেশেরকথা
রবিবার, ০২ জুন ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সভা বেনজীরের দুর্নীতির দায় নেবে না পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী ঘূর্ণিঝড় রেমালে  মোরেলগঞ্জে ৩০ হাজার গ্রাহক  বিদ্যুৎ বিচ্ছিন্ন,৬ দিন ধরে অন্ধকারে লাখ মানুষ  সভাপতি আজাদ,সম্পাদক রতন, ডাসার উপজেলা প্রেসক্লাবের পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা এইচএসসি পরীক্ষার সময় জানাল শিক্ষা বোর্ড আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বেনাপোল-মোংলা রেল চলাচল কলাপাড়া উপজেলায় কতটা ক্ষতি করল ঘূর্ণিঝড় রেমাল। শেখ হাসিনার সৎ সাহস আছে,তিনি কাউকে ছাড় দেন না : কাদের জুলাইয়ে প্রধানমন্ত্রীর চীন সফরে কী কী বিষয় গুরুত্ব পেতে পারে রোহিঙ্গাদের ফেরাতে না পারলে আশঙ্কার কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জে সোনালি ধানের হাসিতে মাতোয়ারা কৃষক-বাম্পার ফলনের আশা

আনোয়ার হোসেন
  • প্রকাশ শনিবার, ৪ মে, ২০২৪

 51 বার পঠিত

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি>কৃষি বিপ্লবের জেলা নীলফামারীর কিশোরগঞ্জে অনাবৃষ্টি,খরা মোকাবেলায় ইরি-বোরো চাষাবাদে আর্শিবাদ হয়ে উঠেছে দেশের বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ।আর উপজেলার ব্যারাজ প্রকল্পের সব সেচ ক্যানেল পানিতে টইটম্বুর।

এ পানির প্রবাহ হুহু করে প্রবেশ করছে কৃষকের বোরো ক্ষেতে।পানির এমন সম্পূরক সেচ,ইরি-বোরো ধানের চারা রোপণ থেকে শুরু করে প্রায় শেষ সময় পর্যন্ত অনুক’ল আবহাওয়া,নিরবছিন্ন বিদ্যুৎ ও সেচ ক্যানেলের পানি সরবরাহ,নিবিড় পরিচর্যা,কৃষি অফিসের সার্বিক পরামর্শ,কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহ,আলোক ফাঁদ ও পাচিং পদ্ধতি ব্যবহার করায় ধান ক্ষেতে রোগ-বালাই ও পোকার আক্রমন নেই,ইত্যাদি বিবেচনায় চলতি মৌসুমে বোরো ধানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ফলন।

এমন প্রত্যাশা কৃষি অফিস ও কৃষকের।উপজেলার প্রতিটি দিগন্তভরা বোরো ক্ষেত এখন সবুজের আভা কেটে পাঁকতে শুরু করেছে।প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোন বিপর্যয় না ঘটলে এবং ধান কাটা-মাড়াই পর্যন্ত এমন আবহাওয়া থাকলে ধানে ধন্যে ভরে উঠবে কৃষকের উঠোন বাড়ি ও গোলা।লাভবান হবেন ক্ষুদ্র-প্রান্তিক কৃষক।কৃষি অফিসের তথ্যমতে,চলতি বছর ১১হাজার১৮৫হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে হাইব্রিড জাতের ৭হাজার ১৮৩,উফশী ৪ হাজার ২ হেক্টর।বোরো আবাদ বৃদ্ধির লক্ষে ৬হাজার১০০ক্ষুদ্র-প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনার সার,বীজ সহায়তা দেয়া হয়।শুক্রবার সরেজমিনে ৯টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,দিগন্ত ভরা বোরো ক্ষেত সবুজের আভা পেরিয়ে সোনালি হাসির শোভা ধারণ করছে।মাঠজুড়ে এ সোনালি ধানের শীষ দেখে জুড়িয়ে যাচ্ছে প্রাণ।মৃদু বাতাসে ধানে-ধান লেগে শিন শিন শব্দ মন করেছে প্রানবন্ত।এমন দোল খাওয়া পাঁকা-আধাপাঁকা ধানের ঘ্রাণে কৃষককেরা বিমোহিত।

হাসছে সোনালি ধান,হাসছে কৃষাণ-কিষাণীরা।ইতিমধ্যে কিছু কিছু ক্ষেত থেকে পাঁকা ধান কেটে ঘরে তুলছেন কৃষক।আর কয়েক দিনের মধ্যে ধান কাটা শুরু হবে পুরোদমে।বাজেডুমরিয়া গ্রামের কৃষক আফছার আলী জানান,তিনি এবার ১০বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান লাগিয়েছেন।ধান রোপণ থেকে এখন পর্যন্ত আবহাওয়া অনুক’লে থাকায় পোকার আক্রমন ও রোগ-বালাই তেমন নেই।সেচ ক্যানেলের পানির পর্যাপ্ততা।এমন অবস্থায় ধানের বাম্পার ফলনের আশা করছেন তিনি।যদি কোন প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হয় বিঘায় ফলন পাবেন ৪০মনের উপরে।

মাগুড়া মৌলভীর হাট ব্লকের কৃষক মহির উদ্দিন সমলয় পদ্ধতিতে ৮বিঘা জমিতে বোরো চাষ করেছেন।তিনি বলেন,বিরামহীনভাবে সেচ ক্যানেলের পানি সরবরাহে গ্রীষ্মের বিরূপ আবহাওয়া বোরো চাষে কোন প্রভাব পড়েনি।অথচ ইরি-বোরো ধান বৃষ্টির পানির চেয়ে সেচের মাধ্যমে অধিক ফলন হয়।এমন পরিস্থিতিসহ কৃষি প্রণোদনার সার,বীজ ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বীজতলা তৈরি,ধান রোপণ সহায়তা।সব মিলে এবার ধানের বাম্পার ফলনের আশা।তিনি আরো জানান,আগের গভীর-অগভীর যন্ত্রের মাধ্যমে ১বিঘা জমিতে সেচ দিতে খরচ হত ৩থেকে ৪০হাজার টাকা।

ব্যারাজ প্রকল্পের সেচের মাধ্যমে খরচ হচ্ছে ২৬০টাকা।এতে একদিকে মোটা অংকের টাকার জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে।অপরদিকে তিব্র দাপদাহে এলাকার পরিবেশ শীতল রয়েছে।উত্তর দুরাকুটি পশ্চিম পাড়া গ্রামের কৃষক মোখলেছার রহমান বলেন,সেচের মাধ্যমে বোরো ধানের ইর্ষণীয় ফলনের আশা করা হচ্ছে।ক্ষেত দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে।তবে শঙ্কায় আছি আবহাওয়া নিয়ে।উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন,অনুক’ল আবহাওয়ায় গতবারের চেয়ে ফলনে এবার রেকর্ড করবে।ইতিমধ্যে যে সব কৃষকের ধান ৮০পার্সেন্ট পেঁকেছে সেসব জমির ধান কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park