355 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে রাসায়নিক সার পাচারের দায়ে বিসিআইসি’র ডিলার মোজাহারুল ইসলাম মিলনের ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী এ জরিমানা করেন।
স্থানীরা জানায়, ওই সার ডিলার স্থানীয় কৃষকদেরকে সার না দিয়ে অধিক মুনাফার লোভে গোপনে কৈমারীর সাহিন নামে এক ব্যবসায়ীর কাছে ১০০ বস্তা সার বিক্রি করেন।
শনিবার সকালে মাগুড়া চেকপোষ্টের গোডাউন থেকে সেই সার পাচারের সময় ক্ষুব্ধ কৃষকরা ১৩ বস্তা সারসহ ৪ জন রিকশা চালককে আটক করেন। পরে প্রশাসনকে খবর দিলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন।
এসময় উপস্থিত মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই সার ডিলার গত ১৪ অক্টোবর ট্রাকে করে ৪১৮বস্তা সার অন্য জেলা পাচারকালে স্থানীয় জনগণ আটক করছিলেন। সেই ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার দুই মাসের বরাদ্দ বাতিলসহ সতর্ক করা হয়। কিন্তু এবার এক উপজেলার সার অন্য উপজেলায় পাচার করছিলের।বার বার তিনি একই ঘটনা ঘটাচ্ছেন।