188 বার পঠিত
ফিস্টুলা কোন জটিল রোগ বা অভিশাপ নয়।এটি একটি প্রসবকালীন জটিল জনিত রোগ।একটি সফল অপারেশনের মাধ্যমে একজন ফিস্টুলা রোগী সম্পূর্ণভাবে সুস্থ হতে পারে।যা ল্যাম্ব হাসপাতাল পার্বতীপুর,দিনাজপুর এ নারী ফিস্টুলা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
এ বার্তা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে সাংবাদিকদের নিয়ে নারীদের ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।”সবাই মিলে কাজ করি,ফিস্টুলা মুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার(২৭ ফেব্রয়ারী)সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ বিভাগের আয়োজনে ও ল্যাম্ব এসএস-এফজিএফ পার্বতীপুর,দিনাজপুর প্রজেক্টের বাস্তবায়নে ওই বিভাগের হল রুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ফিস্টুলা রোগের কারণ ও তার প্রতিকার তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ বিভাগে কর্মরত জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ মাহফুজা বেগম,পার্বতীপুর,দিনাজপুর ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্টের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন,প্রোগ্রাম এসিস্ট্যান্ট সাইদুল ইসলাম প্রমুখ।এতে উপজেলার কর্মরত বিভিন্ন সংগঠনের, সাংবাদিকদ্বয় অংশ গ্রহন করেন।
জানা যায়,এফজিএফ প্রজেক্টে মহিলাদের ফিস্টুলা নির্মূলে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় ফিস্টুলা রোগীদের বিনামূল্যে অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা সহায়তা করা হয়।এ লক্ষে আগামী ১৯মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে নারীদের ফিস্টুলা ক্যাম্প অনুষ্ঠিত হবে।যা সাংবাদিকদের স্ব-স্ব এলাকায় জনগনের মাঝে তুলে ধরার জন্য অবগত করা হয়।