কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর অভাবী মানুষের অভাবকে মনের দরদ দিয়ে অনুভব করে মানবিক ইউএনও মৌসুমী হক শীতার্ত দুস্থ অসহায় হোটেল শ্রমিকের মাঝে ছড়িয়ে দিলেন শীতের উষ্ণতা। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় মানবিক সহায়তা কর্মসূচি আওতায় ৩০০ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ইউএনও মৌসুমী হক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন শহীদ সরোওয়ার্দী গ্রেনেট বাবু, উপজেলা সার্টিফিকেট সহকারী (পেশকার) আইয়ুব আলী প্রমুখ। মাঘের কনকনে শীতে নিম্ন আয়ের হোটেল শ্রমিকরা কম্বল পেয়ে বেজায় খুশি হয়েছেন। হোটেল শ্রমিক দেলা মামুদ ও বাদশা বলেন, হোটেলে কাজ করে কোন রকমে সংসার চলে। যা কম্বল কেনা সম্ভব হয়না ।
গভীর রাত পর্যন্ত হোটেলে কাজ করতে হয়। শীত বস্ত্রের অভাবে বাকী রাত অনেকটাই নির্ঘুম রাত কাটে। এ কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হলো। আজ রাতে স্বস্তির ঘুম হবে। এই প্রথম ইউএনও'র হাতে কম্বল পেয়ে খুব আনন্দ লাগছে। ওনার মঙ্গল কামনা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT