কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জে কলেজ ছাত্র খালিদ বিন লিসাদের হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর)দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা,শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ ও এলাকাবাসীর যৌথ ব্যানারে প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করা হয়।
এতে হাজারো নারী-পুরুষসহ বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।এতে বক্তব্য দেন,নিহতের বড়ভাই মিলু হোসেন,কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সরোওয়ার্দী গ্রেনেট বাবু,শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আখতারুজ্জামান বাদল,বেৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোতালেব হোসেন,এলাকাবাসীর ব্যানারে রায়হান পারভেজ রুপম,আব্দুল্লা হেল মামুন,আব্দুল মজিদ প্রমুখ।
এসময় বক্তাগন পূর্ব পরিকল্পিতভাবে খালিদ বিন লিসাদের হত্যা কান্ড সুষ্ঠ তদন্তের মাধ্যমে জড়িতদের অতিদ্রুত গ্রেপ্তার করে তাদের(ঘাতকদের)বিচার ও ফাঁসির দাবি জানান।আগামী ২৪ঘন্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেফতার করতে না পারলে এ আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন বক্তাগণ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই,আমার ভাই কবরে,খুনিরা বাহিরে,খুনিদের বিচার চাই,ফাঁসি চাই এমন স্লোগানের শ্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।উল্লেখ্য,সদর ইউনিয়নের মুশা শফি মিয়া পাড়া গ্রামের মমেদুল হকের ছেলে ও কিশোরগঞ্জ বিএমআই কলেজের ছাত্র খালিদ বিন লিসাদ ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে শনিবার সন্ধায় বাড়ি থেকে বেড়িয়ে যায়।
পরে নিখোঁজের ৩দিন পর মঙ্গলবার (১২নভেম্বর)সকালে নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর বেলতলী ঘাটের চাঁড়াল কাটা নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।এ ঘটনায় ওই দিন জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মুশরুত পানিয়াল পুকুর বেলতলী স্কুল পাড়া গ্রামের আব্দুল হাই ওরফে ধনী মামুদের ছেলে গোলাম রব্বনী (২৮)কে আটক করেন পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT