221 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি> নীলফামারীর কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে যুব ফোরামের সক্ষমতা বৃদ্ধির জন্য নেতৃত্বের বিকাশ বিষয়ক ২দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধ ও বৃহস্পতিবার টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে উপজেলার কর্ম এলাকার ৩০জন যুব-যুবতিদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহীম মিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার পিকিং চাম্বুগং,প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস,আনোয়ার হোসেন,সানজিদা আনসারী প্রমুখ।
জানা যায়,এ প্রশিক্ষণের মাধ্যমে যুব সংগঠন কি? এর প্রয়োজনীয়তা, যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ সমূহ, যুব ফোরাম দলের লক্ষ্য,মূল্যবোধ, যুব ফোরাম দলের উদ্দেশ্য এবং এর গুরুত্ব, যুব ফোরামের কমিটি ও গঠন সম্পর্কিত বিস্তারিত তুলে ধরে আলোচনা করা হয়।যা এর মাধ্যমে যুব-যুবতিদের সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্বের বিকাশ ঘটবে।