নীলফামারীর কিশোরগঞ্জে মাজেদুল ইসলাম দুখু নামে মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন তার বাবা ও মা। বৃহস্পতিবার দুপুরে ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী তাকে দেড় বছর কারাদন্ড প্রদান করেন। দন্ডিত ওই যুবক বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি ফকিরপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে।
জানা যায়, মাদকাসক্ত ছেলের অমানবিক নির্যাতনে অতিষ্ট হয়ে তার বাবা ও মা মাজেদা বেগম ছেলেকে ঘরে আটকে রেখে ইউএনওকে খরব দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউএনও তাকে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT