248 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে সোমবার দুপুরে নেংটিছিরা নালায় মাছ ধরতে গিয়ে সোহাগ নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।নিখোঁজ স্কুল ছাত্র উপজেলার চাঁদখানা ইউনিয়নের কাঠগাড়ী পন্ডিত পাড়া গ্রামের মনজুরুল মাস্টারের ছেলে ও তারাগঞ্জ ও/ এ হাইস্কুলে ৮ম শ্রেণীর ছাত্র ছিল।সরেজমিনে জানা যায়,দুপুরে সোহাগ ওই নালায় মাছ ধরতে যায়।
এসময় গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়।পরে স্থানীরা রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়।পরে ফায়ার সার্ভিস ডুবুরি দল ঘটনা স্থল এসে বেলা ১টার দিকে নিখোঁজের সন্ধানে অভিযান শুরু করেন।তারা একটানা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালায়।
পরবর্তীতে তার কোন খোঁজ না মেলায় সোমবারের জন্য অভিযান শেষ করেন।এব্যাপারে চাঁদখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান যাদু বলেন,দুপুরের দিকে সোহাগ বাড়ির পাশের নালায় মাছ ধরতে যায়।মাছ ধরার এক পর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়।পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজের কোন সন্ধান পায়নি।