90 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে ভুয়া মালিকানা দাবি করে শফিকুল ইসলাম নামের এক কৃষকের রোপণকৃত জমির বোরো ধানের চারা কর্তনসহ পুকুরের মাছ তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ দুলাল হোসেন ও তার গংদ্বয়ের বিরুদ্ধে।গত শনিবার (১৬ মার্চ) উপজেলার মাগুড়া ইউনিয়নের ধনী পাড়া গ্রামে ভোর রাতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় প্রতিকার চেয়ে শনিবার দিনগত রাতে একই গ্রামের দুলাল হোসেনকে প্রধান করে তিন জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে জানা যায়,শফিকুল ইসলাম মাগুড়া মৌজার জে এল নং ৩৭,খতিয়ান নং সিএস-৩২৫৯,এসএ-৩৬২৮,বিএস-৫৮৩৬,
দাগনং-সাবেক ১৩৯৬২, হাল-২৭০৪৪ এর মধ্যে ৬৯শতাংশ জমি কবলা খরিদ মূলে প্রাপ্ত ভোগদখলীয় জমিতে দীর্ঘদিন ধরে ধান ও মাছ চাষ করে আসতেছেন।ইতিমধ্যে প্রতিপক্ষ দুলাল হোসেন, এবারুল ইসলাম,সাহেব আলী মালিকানা দাবি করে জোরপূর্বক জমিতে রোপণকৃত বোরো ধানের চারা কর্তনসহ পুকুরের মাছ তুলে নিয়ে যায়।এতে ৫০হাজার টাকা ক্ষতি সাধন করেন।এমন কর্মকান্ডের কারণ জানতে চাইলে প্রতিপক্ষরা অকথ্যভাষায় গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি দেন।এ ব্যাপারে অভিযুক্ত দুলাল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন,আমরা এসব কিছুই করি নাই এবং জানিও না।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র মন্ডল বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।