নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুক্রবার দুপুরে সোহাগিনী নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধা দক্ষিণ দুরাকুটি মাছুয়াপাড়া গ্রামের সুলতান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলের আশ-পাশে কোন বাড়ি নেই। বৃদ্ধা সোহাগিনী বাড়িতে একাই ছিলেন। তার স্বামী ঘরে ঢুকে গলাকাটা অবস্থায় তাকে মেঝেতে দেখেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। সেখান থেকে পুলিশ লাশ থানায় নিয়ে যায়। বৃদ্ধার পরিবারের দাবি জীন-ভূতের আচর থাকায় নিজেই গলা কেটেছেন। কিশোরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম জানান, লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT