কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৭ দিন ধরে অবস্থান করছে এক তরুণী। প্রেমিকার আগমন বুঝতে পেরে বাড়ি থেকে সটকে পড়েছে ভ- প্রেমিক কমল রায়। এ ঘটনায় বড়ভিটা ইউনিয়নের মেলাবর গজারিপাড়া গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কমল রায় (২২) ওই গ্রামের শ্রীধর রায়ের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মেলাবর গজারিপাড়া গ্রামের ইউপি সদস্য প্রকাশ চন্দ্র জানান, ওই মেয়ের বাড়ি রণচন্ডী ইউনিয়নের বাফলা গ্রামে। তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে কোন সাড়া পাওয়া যায়নি। ছেলে বাড়িতে ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষে সমাধানের চেষ্টা করা হবে। কবে বাড়িতে ফিরবে তিনি এর কোন সদুত্তোর দিতে পরেননি।
এ ঘটনার ভুক্তভোগী ওই তরুণী জানান, প্রায় ১ বছর ধরে কমল রায়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভনে সে তার সঙ্গে একাধিকবার দৈহিক মেলামেশা করেছে। বিয়ে করার জন্য চাপ দিলে যোগাযোগ বন্ধ কলে দেয়। বাধ্য হয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে উঠেছে।
ওর সঙ্গে বিয়ে না হলে তার আত্মহননের পথ বেছে নেওয়া ছাড়া কোন উপায় থাকবেনা। অভিযুক্ত কমল বাড়িতে না থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে তার বাবা শ্রীধর রায় জানান, ছেলে যদি এই মেয়েকে বিয়ে করতে চায় তাহলে বিয়ে হবে।
এছাড়া বলার কি আছে। আমার ছেলে এখন কোথায় আছে জানি না। এব্যাপারে কিশারগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT