নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুত স্পর্শে গোলাম রব্বানী নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে নিতাই ইউনিয়নের পোড়াটারী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক ওই গ্রামের কাশেম আলীর ছেলে। এলাকাবাসি জানায়, সেচ পাম্পের মর্টার দিয়ে বাড়ির পাশে পুকুর ছেঁচতেছিল। সেই পুকুরের মাছ ধরার জন্য রাব্বানী সেখানে যাচ্ছিল।
এসময় পুকুর ধারে তার পা ফসকে সেচ পাম্পের তারে জড়িয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। কিশেরগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) এসএম শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT