214 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>”আমার গ্রাম আমার দায়িত্ব,শিশুর জীবন হোক বাল্য বিয়ে মুক্ত” এই স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জে বাল্য বিয়ে মুক্ত গ্রাম গঠনে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সদস্য,নিকাহ নিবন্ধক,যুব ফোরাম,গ্রাম উন্নয়ন কমিটি,একশ পিতা কমিটির অংশ গ্রহণে মহাসমাবেশের আয়োজন করা হয়।
বুধবার সকালে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী (পাইলট)এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সানজিদা রহমান।
আরো বক্তব্য রাখেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায়,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ সাবিকুন্নাহার,সমাজ সেবা অফিসার জাকির হোসেন,এমপি প্রতিনিধি রেজাউল আলম (স্বপন),ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা, চেয়ারম্যান,একশ পিতা ও গণমাধ্যম কর্মী প্রমুখ। সংস্থাটি জানায়,উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে বাল্য বিয়ে ঝুঁকিপূর্ণ একটি করে গ্রামকে প্রাথমিকভাবে বেছে নিয়ে বাল্য বিয়ে মুক্ত গ্রাম গঠনের সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
যার অংশ হিসেবে যাদের ঘরে ১২ থেকে ১৮ বছরের মেয়ে রয়েছে তাদের পিতাকে নিয়ে বাল্য বিয়ে প্রতিরোধে একশ পিতা কমিটি গঠিত হয়। এসময় ওই কমিটির পিতারা জানান,নিজের মেয়েকে বাল্য বিয়ে দিবেন না।
অনুরুপভাবে অন্য পিতাকে সচেতন করবে।পাশাপাশি এ ব্যাপারে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,ওয়ার্ল্ড ভিশনের সাথে সার্বিক যোগাযোগ রাখবেন।সমাবেশে বক্তাগণ বলেন,এর মধ্য দিয়ে পুরো উপজেলা বাল্য বিয়ে মুক্ত গ্রাম গঠনে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে।