105 বার পঠিত
প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারীর কিশোরগঞ্জে দুগ্ধ ও পোল্ট্রি খামারিদের উৎসাহিত করার লক্ষ্যে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার(১৮ এপ্রিল)দুপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)এর সহযোগীতায়,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রদর্শনী মেলা, আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠিত হয়।উপজেলা প্রাণিসম্পদ অফিসার নূরুল আজীজ এর সভাপতিত্বে সভায় বেকারত্ব দূরীকরণে খামারের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন,নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক,বিশেষ অতিথির বক্তব্য দেন, ইউএনও এম এম আশিক রেজা,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মঈন খান এলিস,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম প্রমূখ।এতে আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডাঃ নাহিদ সুলতান,জাতীয় পার্টির নেতা রেজাউল আলম স্বপন,মাগুড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান সিহাব ও বিভিন্ন এলাকার খামারি।মেলায় ৩৭টি স্টল প্রদর্শন করা হয়।যা পোল্ট্রি ও ডেইরি খামারীরা মেলায় তাদের গবাদি পশু-পাখি প্রদর্শনের জন্য যোগ দেন।এসব স্টল অনুষ্ঠানের অতিথিবৃন্দ পরিদর্শন করেন।