আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারী কিশোরগঞ্জে মোবাইলে গেম খেলার অভিযোগ এনে রাফিউল হাসান হিমেল (১২)নামের ষষ্ঠ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে মধ্যযুগীয় কায়দায় নির্মম ভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ সোনামণি আইডিয়াল কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও কেশবা যুগি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর এর বিরুদ্ধে।গুরুতর আহত শিশুটি কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।রবিবার বিকেল ৪টায় সোনামনি আইডিয়াল কেজি স্কুলের শ্রেণিকক্ষে এ ঘটনাটি ঘটে।রাফিউল হাসান ওই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও উপজেলার কেশবা কলেজ পাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে। এ ন্যাক্কারজনক ঘটনার প্রতিকার চেয়ে পিতা আব্দুর রউফ থানায় একটি লিখিত অভিযোগ করেন।অভিযোগে জানা যায়,রাফিউল হাসান তার নিজ বাড়িতে মোবাইলে গেম খেলেন। এ কথা প্রধান শিক্ষক জানতে পেরে শ্রেণিকক্ষে এলোপাতাড়িভাবে বেত্রাঘাত করে পাঁজরসহ হাতের একাধিক স্থানে রক্তাক্ত জখম করেন।পরে খবর পেয়ে শিশুটির পিতা তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিশুটির পিতা আব্দুর রউফ বলেন, মা হারা শিশুটিকে অমানবিকভাবে নির্যাতনের বিষয়ে প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে,তিনি ক্ষুব্দ হয়ে আপত্তিকর ভাষায় গালিগালাজ করেন।এর প্রতিবাদ করলে তার ছেলে ইয়ামিন ও শ্যালক আরিফ হোসেন মারমুখী হয়ে উঠেন। আমি নিরুপায় হয়ে সেখান থেকে ফিরে আসি। এ ঘটনায় শিক্ষক ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ ব্যাপারে মুঠোফোনে প্রধান শিক্ষক আলী আকবরের সাথে কথা বললে তিনি জানান,পরে কথা হবে।কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।