140 বার পঠিত
“আমরা অসহায়দের পাশে আছি।থাকব সব সময়”।এ স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জে বাংলাদেশ অবসর প্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি,ঢাকা’র উদ্যোগে দুঃস্থ,অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে জেলা পুলিশ সুপারের সহযোগিতায় কিশোরীগঞ্জ বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।এসময় শীতার্তদের হাতে শীত বস্ত্র তুলে দেন,জেলা পুলিশ সুপার গোলাম সবুর, পিপিএম-সেবা,অবসর প্রাপ্ত সিনিয়র এএসপি সিরাজুল ইসলাম (বার)ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য,বিআরপিওডব্লিউএ,কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র মন্ডল প্রমুখ।
বিতরণ কার্যক্রমটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন,থানা সেকেন্ড অফিসার (এসআই)নুর ইসলাম। ওই অফিসার্স কল্যাণ সমিতি জানায়,দেশের অন্যাঞ্চলের ন্যায় শীতে কাঁপছে এ জনপদ।রাতে সেই শীত আরো বাড়ে। প্রচণ্ড ঠাণ্ডায় শীত নিবারণ করতে না পেরে নির্ঘুম কাটাতে হয় দরিদ্র অনেক মানুষকে।তারা রাতে যাতে একটু আরামে ঘুমাতে পারে সেই উদ্যোগ নিয়ে ৯টি ইউনিয়নের ৫শতাধিক দুঃস্থ,অসহায় পরিবারের বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।