180 বার পঠিত
প্রাণ প্রকৃতি সুরক্ষা ও সচেতনতায় ঢাকা থেকে নীলফামারীর কিশোরগঞ্জ অভিমুখে প্রতিবাদ যাত্রা করেছেন সেফ দ্যা নেচার অফ বাংলাদেশ নামক একটি সংগঠন।
কিশোরগঞ্জের আকালিবেচা পাড়ায় পিটিয়ে বাঘ হত্যার ঘটনায় সোমবার বিকালে শহরের ঝরনামোড়ে সংগঠনটি প্রতিবাদ সমাবেশ করেন।
নীলফামারী জেলার সমন্বয়ক জামান আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সেফ দ্যা নেচার অফ বাংলাদেশ’র চেয়ারম্যান আ.ন.ম মোয়াজ্জেম হোসেন, প্রাণ প্রকৃতি গবেষক হোসাইন সোহেল, সেফ বাংলাদেশ’র পরিচালক খন্দকার শাহিনুর রহমান ও ওয়াইল্ড ওয়াচ বাংলাদেশ’র সমন্বয়ক শাকিল আরিফ। উল্লেখ্য, বুধবার সকালে মাগুড়া ইউনিয়নের আকালিবেচাপাড়া সংলগ্ন কড়াই গাছে স্থানীয়রা একটি চিতা বাঘ দেখতে পান। একপর্যায়ে বাঘটি গাছ থেকে লাফ দিয়ে নেমে উৎসুক লোকজনকে আক্রমন করলে শিশুসহ ৪ ব্যক্তি আহত হন। পরে স্থানীয় লোকজন লাঠি দিয়ে পিটিয়ে চিতা বাঘটিকে হত্যা করেন।