নীলফামারীর কিশোরগঞ্জে মঙ্গলবার বিকালে নিখোঁজ স্কুলছাত্রের লাশ কাটগাড়ি ক্যানেল থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। নিহত সোহাগ চাঁদখানা ইউনিয়নের কাটগাড়ি পন্ডিৎপাড়া গ্রামের মনজিল কাদেরের ছেলে ও তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে কয়েকজন বন্ধুসহ গোসল করতে সোহাগ ওই ক্যানেলে যায়। সেখানে পানির স্রোতের পাকে পড়ে নিখোঁজ হওয়ায় তার বন্ধুরা বাড়িতে খবর দেয়। পরে রংপুরের ডুবুরি দল বিকালে অনুসন্ধান চালায়। খোঁজ না মেলায় তারা সন্ধায় চলে যায়। পরদিন স্থানীয়রা ক্যানেলের পানিতে তার লাশ পায়। এব্যাপারে চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান যাদু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT