320 বার পঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জে প্রবাসীদের সঙ্গে থাই গেম ও ভিসা প্রতারণার অভিযোগে ৫ জন প্রতারকচক্রের সদস্যকে আটক করে শুক্রবার কারাগারে পাঠিয়েছে পুলিশ।এর আগে বৃহস্পতিবা রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটকরা হলেন,বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি তাঁতিপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে ফরিদুল ইসলাম (২৪),দক্ষিন দুরাকুটি ঘোনপাড়া গ্রামের ইবার আলীর ছেলে মনজুরুল ইসলাম(২৮),একই গ্রামের আজহারুল ইসলামের ছেলে মমিনুর রহমান (২৬),উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামের ওমর গনির ছেলে রাকিব শাহ্(২৬),নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর ফরুয়াপাড়া গ্রামের বাছার উদ্দিনের ছেলে সালাম (৩৩)।জানা যায়,দীর্ঘদিন ধরে প্রতারকচক্রের সদস্যরা ডলার দিয়ে মধ্যপ্রাচ্যের ইমাে নম্বর কিনে ফেসবুকে ভিডিও বুষ্ট করে থাই গেমের উইন নম্বর পাইয়ে দেওয়াসহ উচ্চ বেতনে চাকরি জন্য ইউরােপের ভিসার প্রলােভন দেখায়।প্রবাসীরা সেই ইমােতে যুক্ত হলে তারা (প্রতারকরা)বিভিন্ন অজুহাতে বিকাশে মাধ্যমে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়ে ইমাে ব্লক করে দেয়।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সাইবার নিরাপত্তা আইনের মামলায় আটকদেরকে কারাগার পাঠানাে হয়েছে।