11 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ফরহাদ নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে শ্মাশান বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ফরহাদ পুটিমারী ইউনিয়নের কালিকাপুর মন্থনা গ্রামের আনছারের ছেলে ও পানিয়াল পুকুর স্কুল এন্ড কলেজের ১০ শেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী ওই স্কুল ছাত্র পেট্রোল পাম্পে তেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্র্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন। পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।