1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
কিশোরগঞ্জে জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান ১০০এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত - দৈনিক দেশেরকথা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান ১০০এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আনোয়ার হোসেন
  • প্রকাশ বুধবার, ১৭ মে, ২০২৩

 218 বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রি বঙ্গবন্ধু ধান ১০০ এর চাষ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে আত্মমানবতার সেবায় নিবেদিত উন্নয়ন সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উত্তর দুরাকুটি খামালটারি গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এতে  উপস্থিত ছিলেন,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তুষার কান্তি রায়,উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাসিমা বেগম,প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা,ধান চাষী বেলাল হোসেন,নুরুজ্জামান,আব্দুল মজিদসহ ৫০ জন কৃষক প্রমুখ।মাঠ দিবসে অতিরিক্ত কৃষি অফিসার বলেন,জিংক সমৃদ্ধ এ ধান  উৎপাদন ভালো,চিকন এবং সুস্বাধু,সেই সাথে জিংক যোগ করা হয়েছে।অনেকে পুষ্টি সমৃদ্ধ খাবার কিনে খেতে পারেন না।অথচ ৩ বেলা ভাত সবাই খেয়ে থাকেন।

যা জনসাধারণের ভাতের মাধ্যমে জিংকের ঘাটতি পূরণের লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মুজিব বর্ষে জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান ১০০এর নতুন জাত উদ্ভাবন করেছেন।যা প্রান্তিক জনগোষ্ঠীর জিংকের ঘাটতি পূরণে মাঠে প্রচার ও প্রসারের লক্ষ্যে কৃষক পর্যায়ে বিনামূল্যে বীজ,সার দিয়ে সহায়তা করছে সংস্থাটি।বিশেষ করে ভাতের মাধ্যমে গর্ভবতী মায়ের জিংক এর ঘাটতি পূরণে প্রতিবন্ধী শিশু জন্মের হার কমছে।আগামীতে এর মাধ্যমে ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park