নীলফামারীর কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানের পুকুর থেকে শুক্রবার দুপুরে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বড়ভিটা বাজার ও চেয়ারম্যানের চাতাল সংলগ্ন পুকুর থেকে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, পুকুরের মাঝে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওই ব্যক্তির মুখে দাড়ি, পড়নে সাদা পাঞ্জাবি ও লুঙ্গি ছিল। সহ¯্রাধিক উৎসুক লোকজন তার পরিচয় সনাক্ত করতে পারেনি। বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান জানান, প্রথমে আমার ছেলে শামীম পুকুরে অজ্ঞাত লাশ দেখতে পেয়ে আমাকে জানায়। পরে স্থানীয় উৎসুক লোকজন জড়ো হয়। সুরতহাল শেষে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।
পরে গ্রাম পুলিশ (চৌকিদার) বাদি হয়ে থানায় ইউডি মামলা দেয়। কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, এখন পর্যন্ত অজ্ঞাত ওই লাশের পরিচয় পাওয়া যায়নি। পিবিআই ক্রাইমসিনসহ বিভিন্ন উপায়ে লাশের পরিচয় সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ আগামীকাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ইউডি মামলার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT