প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৫:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২১, ৭:৪৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে গ্রাম সামাজিক শক্তি কমিটি’র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সকল ধর্মের মর্মকথা,সবার ঊর্ধ্বে মানবতা’ এ প্রতিপাদ্যকে ধারণ করে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উঃ চাঁদখানা গ্রাম সামাজিক শক্তি কমিটির সহযোগিতায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে চাঁদখানা ইউপি'র উঃ চাঁদখানা পারের হাট শাখার ব্র্যাক (ইউপিজি)অতি দরিদ্র কর্মসূচির আয়োজনে চাঁদখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৫ জন বয়োবৃদ্ধ,প্রতিবন্ধী অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ওই ইউপি'র চেয়ারম্যান প্রার্থী, সমাজ সেবক নাজিম উদ্দীন আলম সবুজ,আরো উপস্থিত ছিলেন, উঃ চাঁদখানা ১নং গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি নুরুল ইসলাম, ২ এর সভাপতি রাজা মিয়া,সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম, নীলফামারী জেলা শাখা'র ইউপিজি কার্যক্রমের সিনিয়র টেকনিক্যাল অফিসার মোছাঃ আরেফা ইয়াছমিন,চাঁদখানা পারের হাট ব্র্যাক (দাবি'র) শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, ইউপিজি কার্যক্রমের শাখা ব্যবস্থাপক শাহিনুর রহমান,কর্মসূচি সংগঠক নুর জাহান বেগম,শারমিন আক্তার,শাখাওয়াত প্রাঃ প্রমুখ। জানা যায়, ১ও ২ এর গ্রাম সামাজিক শক্তি কমিটির সদস্যরা দানশীল ব্যক্তিদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে অসহায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে মানবতার কল্যাণে এগিয়ে আসেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT