কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে আত্নমানবতার সেবার অতন্দ্র প্রহরী গ্রাম উন্নয়ন কমিটির দক্ষতা বৃদ্ধি বিষয়ক ২দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।গত ২০ ও ২২ফেব্রুয়ারি কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে নিতাই ইউপির পানিয়াল পুকুর খোলাহাটি এম এম ক্যাডেট একাডেমিতে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।এতে নিতাই ইউপির পিএফএ-০৩ এর আওতায় ৫টি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি /সাধারণ সম্পাদক,শিশু ও যুব ফোরামের সভাপতি /সাধারণ সম্পাদকদ্বয় অংশগ্রহণ করেন।এ সময় হতদরিদ্র পরিবারের শিশুর জীবনমান উন্নয়নে নানা দিক তুলে ধরে প্রশিক্ষণ দেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহীম,এপির প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রশ প্রমূখ।
জানা যায়, এ প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে তারা দক্ষতা অর্জন করে নিজেরাই স্ব-স্ব এলাকার হতদরিদ্র পরিবারের শিশুর জীবনমান উন্নয়নে শিশু সুরক্ষা,শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ,পুষ্টির চাহিদ পূরণ,জীবিকায়ন ও অর্থনৈতিক উন্নয়নের মত কাজগুলো বাস্তবায়নে ব্যাপক ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT