116 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে গোয়াল ঘরের আড়ের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া শান্তি রাণী রায় (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার পুটিমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।তিনি ওই গ্রামের নীলকান্ত রায়ের স্ত্রী। নিহতের স্বজনরা জানায়, গত কয়েক মাস আগে শান্তি রাণীর স্বামী প্যারালাইজড রোগে আক্রান্ত হন । স্বামীর অসূস্থতার চিন্তায় তিনিও মানষিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এ অবস্থায় গত ১০ দিন আগে আতœহত্যার উদ্দেশ্যে বিষ পান করেন ।পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন । গত সোমবার গভীর রাতে গোয়াল ঘরের আড়ের সক্সেগ গলায় রশি দিয়ে আতœহত্যা করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র মন্ডল বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।