নীলফামারীর কিশোরগঞ্জে মানহীন ভেজাল হাইব্রিড ধান বীজ উৎপাদন ও বিপণন করার দায়ে কৃষিমাঠ লিমিটেডের বীজ কারখানা সিলগালা ও ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার রনচন্ডি ইউপির ডাঙ্গা পাড়া তিস্তা ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করেন,ইউএনও নূর-ই- আলম সিদ্দিকী।
এ সময় মানহীন বিভিন্ন হাইব্রিড ধান বীজ উৎপাদন ও বিপণনের দায়ে বীজ আইনে কারখানা সিলগালা ও কারখানার মালিক একে এম মুরাদ হোসেনের ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারা দন্ড প্রদান করা হয়।মালিকের অনুপস্থিতিতে ম্যানেজার মোকলেছার ও দায়িত্বে থাকা জগোদিস রায়,ফারুককে আটক কারা হয়।
পরে অর্থদণ্ডের টাকা পরিশোধ করা হলে রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতে নেতৃত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন,কৃষিমাঠ লিমিটেড কারখানাটি দীর্ঘদিন ধরে গোপনে অনুমোদনহীনভাবে ব্রিধান ৭৪ ও গণচিন থেকে আমদানিকৃত হাইব্রিড ধান উইনাল হাইব্রিড রাইস ৮ উইন( ৮০৬) এর চটকদার প্যাকেট ব্যবহার করে ওই সব ধানের মানহীন বীজ বিভিন্ন বাজারে বিপণন করে কৃষককে প্রতারিত করে আসছে।
এ প্রতারণা ও সংশ্লিষ্ট অধিদপ্তরের কোন অনুমোদন না থাকায় বীজ আইনে অর্থদণ্ড ও কারখানাটি সিলগালা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT