কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জে ঘাস মারা কীটনাশক জমিতে প্রয়োগের আগে গুনগত মান যাচাইয়ে সেবন করে সাজু মিয়া(৩৮) নামে এক গ্রাম্য কবিরাজের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৬ই ফেব্রুয়ারি) দিনগত রাত ১০ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওই কবিরাজ বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ডাকঘর পাড়া গ্রামের আফছার আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সকাল ৯ টার দিকে সাজুর পরিবারের লোকজন বাইরে কাজের উদেশ্য যায়। এসময় তিনি জমিতে ঘাস মারা কীটনাশক প্রয়োগের আগে গুনগত মান যাচাইয়ে সেবন করে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। পরিবারের দাবি দীর্ঘ দিন যাবত তিনি গ্রাম্য চিকিৎসা দিতেন। বিগত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বাহাগিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজাউদৌলা লিপটন কীটনাশক পানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT