কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ একটি পরিচ্ছন্ন-সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি ও কমিউনটি পরিষ্কার-পরিচ্ছন্নতায় প্লাস্টিক সংগ্রহ দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আলোচনা সভা, র্যালী ও প্লাস্টিক সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মৌসুমী হক। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান,কিশোরগঞ্জ এপির প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোতালেব হোসেন,ওয়ার্ল্ড ভিশনের সহায়তাকারি ও শিশু ও যুব ফোরামের সদস্য প্রমুখ।
এসময় ইউএনও'র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরের চারপাশ ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন-প্লাস্টিক আবর্জনা সংগ্রহ করে প্যাকেট জাত করা হয়। অপর দিকে আলোচনা সভায় ইউএনও মৌসুমী হক ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সি প্রশংসা করেন। পাশাপাশি ওয়ার্ল্ড ভিশনের কমিউনিটি পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে তিনিও প্লাস্টিক মুক্ত "সুন্দর ও পরিচ্ছন্ন " জনপদ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জানা যায় এ কার্যক্রমে মূল লক্ষ্য স্থানীয় বাসিন্দাদের প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা করা এবং টেকসই অভ্যাস গড়ে তোলার জন্য উৎসাহিত করা।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT