80 বার পঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ২দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।২৭ ও ২৮ ফেব্রুয়ারী কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার নিতাই ইউপির পানিয়াল পুকুর কাচারি পাড়া ও পানিয়াল পুকুর ফরুয়া পাড়া ক্লিনিকের কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের ২০ জন সদস্য অংশ গ্রহন করেন।এসময় বাংলাদেশের স্বাস্থ্য,পুষ্টি এবং ওয়াস এর সার্বিক অবস্থা,মা ও শিশু স্বাস্থ্য,কমিউনিটি ক্লিনিকের প্রদত্ত সেবা সমূহ,কমিউনিটি ক্লিনিকের মানদন্ড,জনগনের অংশগ্রহনের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন,কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের গঠন মালা,কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের দায়িত্ব ও কর্তব্য,সিভিএ সম্পর্কে ধারনা,গ্রুপ ভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি,মনিটরিং ও রিপোর্টিং,এ উল্লেখিত বিষয় সমূহ তুলে ধরে পৃথক পৃথকভাবে প্রশিক্ষণ দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক অশ্বিনী কুমার রায়,সহকারী স্বাস্থ্য পরিদর্শক এ,কে এম আলতাব হোসেন প্রমুখ।পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির উল্লেখযোগ্য কার্যক্রম সমূহ ও আমিই পারি শিশুর প্রতি লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধ করতে,দূর্নীতি ও শিশু সুরক্ষাসহ উল্লেখিত বিষয়গুলো বিস্তারিত তুলে ধরে বক্তাব্য দেন,এপির প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রশ।