80 বার পঠিত
যথাযোগ্য মর্যাদায় নীলফামারীর কিশোরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এ উপলক্ষে দিন ব্যাপি নানা কর্মসুচীর আয়োজন করেন।
এ দিন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পনসহ শহিদ মুক্তিযোদ্ধা এবং ভাষা শহিদদের আত্নার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে ১মিনিট নিরবতা পালন ও বিদেহীদের আত্মা মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।পরিশেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা,বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন প্রতিযোগীতা,আবৃত্তি,চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
ইউএনও এম এম আশিক রেজার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল,কৃষি কর্মকর্তা লোকমান আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা নুরুল আজীজ,ওসি পলাশ চন্দ্র মন্ডল,বীর মুক্তিযোদ্ধা (সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার)হাবিবুর রহমানসহ অন্যা বীর মুক্তিযোদ্ধা,উপজেলা আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও অন্যান্য দপ্তরের কমকর্তা প্রমুখ।