কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় ফাহিম (৭)নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার গাড়াগ্রাম ইউপির উত্তর পাড়ায় এ ঘটনাটি ঘটে।
নিহত ফাহিম ওই গ্রামের সেলিম মিয়ার ছেলে ও গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যায়লের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।নিহতের স্বজনরা জানায়,দুপুরে শিশু ফাহিম চাচা নাজমুূল ইসলামের সাথে বাড়ির পার্শবর্তী ক্ষেতে বেগুন তুলতে যায়।বেগুন তোলা শেষে বাড়ি ফেরার পথে জলঢাকা রংপুর সড়কের ইউসুফিয়া দরবার শরীফ নামক স্থানে রাস্তা পারাপারের জন্য দৌড় দেয়।এ সময় জলঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রোগীবাহী একটি এ্যাম্বুলেন্স ধাক্কা দিলে রাস্তায় পড়ে ফাহিম গুরুতর আহত হয়।এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই এ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।সেখানে পৌঁছার পর মারা যায়।কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT