189 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা পর্যায়ে জানো প্রকল্পের সাড়ে ৫বছরের সাফল্যকথা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী)বেলা ১১টায় জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের আয়োজনে উপজেলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউএনও এম এম আশিক রেজার সভাপতিত্বে,এসময় জানো প্রকল্পের নির্বাচিত ৩৯টি মাধ্যমিক ও ৫ টি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রমের সাফল্যকথা তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল মামুন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নূরল আমীন শাহ্,প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তা নূরল আজীজ,বাহাগিলী ঘাট মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি রেজাউল আলম স্বপন,রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদরাসার সভাপতি মাওলানা মোজাফফর হোসেন,মুশরুত পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রেদোয়ান হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়/মাদরাসার শিক্ষক প্রমুখ।কর্মশালাটি সার্বিক তত্ত্বাবধান করেন,জানোর ফিল্ড অফিসার আবু আনিস।
এসময় জানো প্রকল্পের ওই প্রতিষ্ঠানগুলোতে বাস্তবায়িত কার্যক্রমের অংশ হিসেবে স্কুল বাগান,কিশোর-কিশোরী কর্নার,টিএফডি শো,স্টুডেন্ট ক্যাবিনেট,ক্লাশ ক্যাপটেইন,এসএমসি পুষ্টি পরিকল্পনা,স্কুল পর্যায়ে হ্যান্ড ওয়াশিং স্টেশন স্থাপন,২৫ জন কিশোরীদের আত্নরক্ষায় (কারাতে)প্রশিক্ষণ,বেল্ট ও সার্টিফিকেট প্রদান,এ সব কার্যক্রমের সাফল্যকথা উপস্থাপন করেন,জেলা জানো প্রকল্পের সহকারী ব্যবস্থাপক পোরশিয়া রহমান।এসময় তিনি এসব কার্যক্রম প্রকল্প শেষে চলমান রাখার জন্য সকল শিক্ষক ও এসএমসি সভাপতিদের বিশেষ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন।
পাশাপাশি উপস্থিত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক,শিক্ষার্থী তাদের বাস্তবায়িত চলমান কার্যক্রমগুলো নিয়ে ভূয়সি প্রশংসা করেন।তারা আগামীতে এসব কার্যক্রম আরো বেগবান করার জন্য আহবান জানান।জানা যায়,এসব কার্যক্রম ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে,কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় করা হয়।