142 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে যৌথ অংশীদারিত্বের মাধ্যমে ৫টি ইউনিয়নের গ্রাম উন্নয়নে প্রণীত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে২৮টি গ্রাম উন্নয়ন কমিটি,ইউপি সদস্য ও কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষর বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭জানুয়ারি)সকালে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।এ সময় এপির পিএফএ-৪ এর আওতায় কিশোরগঞ্জ,বাহাগিলী,নিতাই পুটিমারী, চাঁদখানাসহ ৫টি ইউনিয়নের ২৮টি গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি,চেয়ারম্যানের জন প্রতিনিধি হিসেবে ইউপি সদস্যগণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।এতে আরো উপস্থিত ছিলেন,শিশু ও যুব ফোরামের প্রতিনিধি প্রমুখ।
স্বাক্ষর কার্যক্রমটি সার্বিকভাবে তদারকি করেন,ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ।জানা যায়,আগামী ৩ বছর তথা ২০২৪-২০২৬ ইং সাল পর্যন্ত গ্রাম উন্নয়ন কমিটিগুলো এবং বিভিন্ন অংশীদার /স্টেকহোল্ডারগণ সম্মিলিত ভাবে স্ব স্ব গ্রাম টেকসই উন্নয়নের লক্ষে দারিদ্র্যতা হ্রাস,পুষ্টিহীনতা দূরীকরণ,বাল্যবিবাহ রোধ,শিশুদের স্বপ্ন পুরণে সহযোগিতা সহ এরকম এলাকার নানা সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা ও স্বপ্ন গ্রহন করে।যা বাস্তবায়ন ও স্বপ্ন পুরণের ফলে গ্রামের সকল পরিবার সামাজিক ও আর্থিকভাবে স্বাবলম্বী হবে।