332 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে ৬৫ পিচ ইয়াবা ও ১৫ পুড়িয়া হিরোইনসহ এরশাদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধায় বড়ভিটা ডাঙ্গাপাড়া তুত বাগানের ভিতর থেকে তাকে আটক করে বৃহস্পতিবার সকালে কারাগারে পাঠিয়েছে। ওই যুবক বড়ভিটা ময়দানপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুই জনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। স্বপন রায় নামে একজন আসামি পলাতক রয়েছে।