135 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজের স্থায়ী কমিটির সাথে ইমপ্যাক্ট প্লাস মডেল ও সার্ভিস লার্নিং প্রকল্পের কার্ষক্রম বিষয় নিয়ে গ্রাম উন্নয়ন কমিটি,শিশু ও যুব ফোরামের সদস্যদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪জানুয়ারি)সকালে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে নিতাই মুশরুত পানিয়াল পুকুর ফেডারেশন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।ইউনিয়নটির প্যানেল চেয়ারম্যান শাফিউল আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,মেম্বর,সংরক্ষিত মহিলা সদস্যাসহ ১৩ জনপ্রতিনিধি,সহকারি পরিষদ সচিব রঞ্জিত কুমার,গ্রাম উন্নয়ন কমিটি,শিশু ও যুব ফোরামের সদস্য,এপির প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ প্রমুখ।
অত্র ইউনিয়নের জনগনের জীবনমান উন্নয়নের পরিসেবা হিসাবে কৃষি,মৎস,পশু সম্পদ,স্যানিটেশন,পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন,সমাজ কল্যাণ,ও দূর্যোগ ব্যবস্থাপনা,পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ এবং বৃক্ষ রোপণ,পারিবারিক বিরোধ নিরসন,নারী ও শিশু কল্যাণসহ নানা উন্নয়নমূলক পরিসেবা আরো গতিশীল করতে ওই কমিটির সাথে গ্রাম উন্নয়ন কমিটি,শিশু ও যুব ফোরামের সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নিমিত্তে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
পাশাপাশি ইমপ্যাক্ট প্লাস মডেলের আওতায় ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প গ্রহনের মাধ্যমে যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার উন্নতি,বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ,শিশু সুরক্ষা,অন্যের সমস্যা ও সহযোগিতায় এগিয়ে আসাসহ নানা সমাজ উন্নয়ন মূলক কর্মকান্ডে ইমপ্যাক্ট প্লাস ক্লাবের সদস্যদের সহযোগিতা করার জন্য জনপ্রতিনিধিগণ (উন্নয়নমূলক স্থায়ী কমিটি)প্রতিশ্রুতি ব্যক্ত করেন।