তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ,বৈষম্যহীন ও জবাবদিহিতা মূলক বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তর দূরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আমন্ত্রণে ওই বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ ও মতবিনিময় সভা করা হয়। এতে বক্তব্য দেন, জেলা তথ্য অফিসার বায়েজীদ হোসেন, সহকারি তথ্য অফিসার কবির উদ্দিন,উত্তর দূরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ। এসময় বক্তাগন আলোকিত সমাজ,রাষ্ট্র ও জাতি গঠন সঠিক সময়ে শিশুদের জন্ম নিবন্ধন করণ,ছেলে-মেয়েদের উন্নত শিক্ষা ব্যবস্থায় অভিভাবকের দায়িত্ব কর্তব্য,বাল্যবিবাহ প্রতিরোধ,উঠতি বয়সের ছেলে-মেয়েদের মোবাইলের অপব্যবহার,সঙ্গ দোষ,মাদক চোরাকারবারি,থাই-গেম,ক্যাসিনো থেকে বিরত রাখতে সচেতনতা সৃষ্টি,আসন্ন দুর্গাপূজায় সৌহার্দ্য ও সম্প্রীতি বন্ধন বজায় রেখে গুজবে কান না দিয়ে প্রকৃত ঘটনা সঠিকভাবে জানা,পরিবেশ সংরক্ষণে ক্ষতিকর ইউক্লিপটার্স তথা আকাশমনি গাছ উৎপাদন,রোপন,বিপণনে নিষেধাজ্ঞা, ৯ মাস থেকে ১৫ বছর বয়সিদের থাইরয়েড টিকার অনলাইন রেজিস্ট্রশন করণে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আলোকপাত করেন। উপস্থিত অভিভাবকগন বক্তাগণের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তা বাস্তবায়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তথ্য অফিসার বায়েজীদ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত শামসুল হক চেয়ারম্যানের সহধর্মিনী মোমেনা বেগম,শিক্ষক-শিক্ষিকাসহ শতাধিক ছাত্র-ছাত্রীদের অভিভাবকগন ।