দেশ,মাটি ও মানুষের সেবার মহান ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেওয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মেধাবী ও কৃতি সন্তান আল হেলাল মাহমুদ এসআই (নিরস্ত্র)পদ থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)পদে পদোন্নতি হয়েছে।নিষ্ঠার সহিত পেশাগত দায়িত্ব পালন ও পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার নির্মিত্তে গতকাল সোমবার (৯অক্টোবর)টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার নিজ কার্যালয়ে তাকে এ পদোন্নতির র্যাংক ব্যাজ পরিয়ে দেন। র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত ওই পুলিশ সদস্যকে তার উপর অর্পিত পেশাগত সকল দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সহিত পালনের নির্দেশ দেন।এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদ্বয়সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)আল হেলাল মাহমুদ ২০১২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই (নিরস্ত্র)পদ যোগ দেন।তিনি উপজেলার বাহাগিলী ইউপির উত্তর দুরাকুটি মাষ্টার পাড়া গ্রামের বাসিন্দা ও কিশোরীগঞ্জ বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের অবঃ শিক্ষক প্রয়াত শামছুল হুদার ছেলে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT