136 বার পঠিত
কিশারগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>নীলফামারীর কিশােরগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল ও ট্রলীরের ধাক্কায় গতকাল বৃহস্পতিবার ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।উপজেলার কেল্লাবাড়ি নামক স্থানে দুপুরে ট্রলীর ধাক্কায় যুবক উজ্জল হাসান নিহত হন।তিনি বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি দােলাপাড়া গ্রামের মােশারফ হােসেনের ছেলে।ঝােপঝাঁড় থেকে কচুশাক সংগ্রহ করে বাড়ি ফেরার পথে একই সময় টেঙ্গনমারী হতে কিশারগঞ্জ সড়কের ব্র্যাক অফিসের সামনে মােটরসাইকেলের ধাক্কায় পুশােবালা নামক এক বদ্ধা ঘটনাস্থলে নিহত হন।তিনি সদর ইউনিয়নের কেশবা যুগিপাড়া গ্রামের মৃত্যু সুরেন চদ্রের স্ত্রী।এ দিকে কিশোরগঞ্জ থেকে দুরাকুটি যাওয়া রাস্তার করাত মিলের সামনে বুধবার সন্ধায় মােটরসাইকেলের ধাক্কায় আহত আব্দুর রশিদ ওরফে পুশু মামুদ (৫৮) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করন।তিনি উত্তর দুরাকুটি জয়নোনন্দের কােট গ্রামের মৃত্যু ছয়ফল মুন্সির ছেলে।কিশারগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হােসেন শহীদ সােহরাওয়ার্দী গ্রেনেট বাবু ও বাহাগিলি ইউপি চেয়ারম্যান সুজাউদৌল্লা লিপটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।