192 বার পঠিত
কিশােরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশােরগঞ্জে প্রবাসীদের সঙ্গে থাই গেম ও ভিসা প্রতারণার অভিযােগে ৩ যুবককে আটক করা হয়েছে।সোমবার(১০জুন)গভীর রাতে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে আটক করে মঙ্গলবার (১১জুন)দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।আটককৃতরা হলেন,কিশারগঞ্জ সদর ইউনিয়নের বানিয়া পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মাহফুজ আনাম (১৯),বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি ময়দানপাড়া গ্রামের আব্দুল গফুর ওরফে ভূসুলের ছেলে মাসুদ রানা(১৯),উত্তর দুরাকুটি হাড়িবেচাপাড়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে ইমন হাসান পলক (২০)।জানা যায়,প্রতারকরা ডলার দিয়ে মধ্যপ্রাচ্যের ইমাে নম্বর কিনে ফেসবুক ভিডিও বুষ্ট করে থাই গেমের উইন নম্বর অথবা ইউরােপের ভিসার প্রলােভন দেখায়।প্রবাসীরা সেই ইমােতে যুক্ত হলে তারা(প্রতারকরা)বিভিন্ন অজুহাতে বিকাশে মাধ্যমে লাখ টাকা হাতিয়ে নিয়ে ইমাে ব্লক করে দেয়।কিশারগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সাইবার নিরাপত্তা আইনের মামলায় আটকদেরকে কারাগার পাঠানাে হয়েছে।