1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
কাতার বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনা এখন বিশ্বজুড়ে,উৎসবে মেতেছে ঝালকাঠির সমর্থকরা - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন

কাতার বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনা এখন বিশ্বজুড়ে,উৎসবে মেতেছে ঝালকাঠির সমর্থকরা

ইলিয়াস খান
  • প্রকাশ সোমবার, ২১ নভেম্বর, ২০২২

 143 বার পঠিত

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে ঝালকাঠিতে আর্জেন্টিনা সমর্থকরা ২শত ২২ ফুটের পতাকা নিয়ে আনন্দ র‌্যালি করেছে।

রবিবার বিকেল সাড়ে ৪ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় আর্জেন্টিনা সমর্থকরা তাদের প্রিয় দলের জার্সি গায়ে মেসি, ডি-মারিয়াসহ অন্যান্য খেলোয়াড়ের বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন ।

আর্জেন্টিনা সমর্থকরা বলছে, কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে তাদের প্রিয় খেলোয়াড় লিওনেন মেসির শেষ বিশ্বকাপ তাই এ বিশ্বকাপ বিশেষ গুরুত্ব বহন করে।

আর্জেন্টিনা দলের সফলতা কামনা করে এবারের বিশ্বকাপ ট্রফি জয়ের প্রত্যাশা করেন সমর্থকরা।

আর্জেন্টিনার সমর্থক ঝালকাঠির মোঃ সাব্বির হোসেন রানা বলেন,‘আর্জেন্টিনা বরাবরই একটি জনপ্রিয় ফুটবল দল। তবে গত বিশ্বকাপের চেয়ে এবারের স্কোয়াড অনেক ভালো।

এবারের বিশ্বকাপের ট্রফি লিওনেল মেসির হাতে উঠবে।’আমরা যারা আর্জেন্টিনা দলের সমর্থন আছি তারা প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি করেছি। আশা করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের অনুপ্রেরণা দেওয়া হলে একদিন বাংলাদেশ ও বিশ্বকাপ খেলবে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park