কাউখালী প্রতিনিধি> কাউখালীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানের উপরে হামলা করেছে। মুক্তিযোদ্ধা কাউখালী হাসপাতালে ভর্তি।
জানা গেছে গত ২৭ জুলাই বুধবার বেলা অনুমান ১১ টার দিকে চিরাপাড়া বাজারে দুই অটো রিক্সা চালক রাস্তার সাইড নিয়ে ঝগড়া করছিলো এমন সময় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দৈনিক মানব জমিন পত্রিকা ও দৈনিক দেশেরকথার প্রতিনিধি ঐ দুই অটো চালকের ঝগড়া ভিডিও ধারণ করতেছিলো।
হঠাৎ করে চিরাপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের পুত্র রফিক ইচ্ছাকৃভাবে এগিয়ে গিয়ে ভিডিও করা দেখে ক্যামেরার সামনে কিছু অশ্লীল ভাষায় কথা বলে তখন বীর মুক্তিযোদ্ধা মোবারেক আলী মীর একটি দোকানে বসে চা পান করছিলো, রফিককে ডেকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করার জন্য ডাক দিলে সে অকথ্য ভাষায় গালাগালিসহ করে এক পর্যায় রফিকসহ তার ভাই রবিউল তার বাবা সোহরাব ও সোহাগসহ ঐ বীর মুক্তিযোদ্ধা ও তার সন্তাদের উপর হামলা চালায়।
এসময় রফিক মুক্তিযোদ্ধাকে বলে তোর মতো মুক্তিযোদ্ধাকে মেরে ফেলে দিলে আমার কিছুই হবে না, বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
এসময় এলাকার লোকজন এগিয়ে এসে তাদেরকে কাউখালী হাসপাতালে ভর্তি করে। পরে বীর মুক্তিযোদ্ধা মোবারেক আলী কাউখালী থানায় একটি অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ বনী আমিন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT